• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সমৃদ্ধি কর্মসূচীর সদস্যদের অনুদানের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সমৃদ্ধি কর্মসূচীর সদস্যদের অনুদানের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০১৯

পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান প্রখ্যাত গবেষক আন্তর্জাতিক অর্থনীতিবিদ ও জলবায়ূ বিজ্ঞানী ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, দেশের সকল পর্যায়ের মানুষের উন্নয়নে আমাদের মনের সাথে, আন্তরিকতা দিয়ে আনন্দের সাথে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় গুজিয়ায় পিকেএসএফ‘র অর্থায়নে ও টিএমএসএস এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উদ্যোমী সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমাদের মূল কাজ হচ্ছে সমাজে যারা পিছিয়ে আছে তাদেরকে নিয়ে। সামাজিক ভাবে অর্থনৈতিক উন্নয়ন করতে হলে কাউকে বাদ দেয়া যাবে না। সবাই মিলে উন্নয়নে কাজ করলে তবেই দেশের টেকসই উন্নয়ন করা সম্ভব। স্বাস্থ্য, শিক্ষা, অন্যান্য সেবা ও চাহিদা পূরণে সমৃদ্ধি কর্মসূচী সেই কাজটিই করছে।

শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু‘র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মোঃ আব্দুল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ, টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশুকাতে রাব্বি, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের, পরিচালক মোঃ সোহরাব আলী খান, শিবগঞ্জ শাখা অফিসের যুগ্ম পরিচালক সাজেদুর রহমান, রেজাউল করিম, আব্দুল মালেক, আব্দুল হান্নান প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হয় এবং ভিক্ষা বৃত্তি বন্ধ করতে দুই জন উদ্যোমী উদ্যোক্তা তৈরীতে এক লক্ষ করে দুই জনকে দুই লক্ষ টাকার চেক এবং শ্রেষ্ঠ শিক্ষক, স্বাস্থ্য কর্মীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

এ সময় অতিথিবৃন্দ সমৃদ্ধি কর্মসূচীর আওতায় একই ইউনিয়নের মাঝপাড়া সমৃদ্ধি কেন্দ্রের উদ্যোগে উন্নয়ন মেলা, কিশোরী ক্লাব, সমৃদ্ধি পাঠাগার পরির্দশন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads