• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পীরগঞ্জে আফতাব হ্যাচারী নর্দান লিঃ এ সংঘর্ষ, আহত ১০

সংগৃহীত ছবি

সারা দেশ

পীরগঞ্জে আফতাব হ্যাচারী নর্দান লিঃ এ সংঘর্ষ, আহত ১০

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০১৯

পীরগঞ্জে আফতাব হ্যাচারী নর্দান লিঃ এর প্রজেক্টে বিবাদমান জমির মালিকানা নিয়ে মালিকপক্ষের সাথে ভাড়াটেদের সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১ জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার রামনাথপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময়ও ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ২০১৩ সালে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভগলপুরের শিল্পপতি প্রায়ত জহুরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম বাবলু পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামে ‘আফতাব হ্যাচারী নর্দান লিঃ’র (পোলিট্র) নামে প্রজেক্ট করার লক্ষে জমি ক্রয় করে। ওই প্রজেক্টে একাধিক ব্যক্তির কাছ থেকে ১০ একর জমি ক্রয় করা হয়। এরপর একই পরিবারের ৩ একর ৬০ শতক জমির অংশীদার ৪ ভাই হলেও ২ ভাইয়ের অংশীদাররা পুরো জমি প্রজেক্টের কাছে বিক্রি করে দেয়। ফলে জমির মালিকানা নিয়ে হামলা-মামলা শুরু হয়।

বিবাদমান ওই জমিতে প্রজেক্টটির কর্তৃপক্ষ সীমানা প্রাচীর দিয়ে তাদের মেশিনারীজ স্থাপন করার পদক্ষেপ নিলে অংশীদার থেকে বাদ পড়া মৃত তছির মিয়া ও মৃত মশর মিয়ার পরিবারের সদস্যরা জমিটিতে সোমবার গাছের চারা রোপন করে। আজ সকালে প্রজেক্টের ভাড়াটেরা ওই চারা গাছ তুলে ফেলে দিলে সংঘর্ষ বাঁধে। এতে বাদপড়া অংশীদার সেলিম (৩১), জাকিরুল (১৮), নওশা (৫০), মুকুল (১৬), শাফিরুল (১৮), স্বাধীন (১৮), আজুবা বেগম (৫০), মালিকপক্ষের বেরুন মিয়া ওরফে জুয়েল (৩৫)সহ উভয়পক্ষের ১০জন আহত হয়। আহতদের সবাইকে উপজেলা হাসপাতালে এবং আশংকাজনক অবস্থায় জুয়েলকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ইউনিয়নটির চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসি বলেন, আগামীকাল বিষয়টি আপোষের বৈঠক করা হবে।

অপরদিকে বিবাদমান জমির অংশীদার মিজানুর রহমান বলেন, জমিটি নিয়ে আমার দাদাকে হত্যা করা হয়েছে। প্রায় ৬০ বছর ধরে মামলা চলছে। আমরা ৬/৭ বার রায়ও পেয়েছি। একই পরিবারের সদস্য হলেও তারা বৈধ মালিক নয়। মালিকপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও দায়িত্বশীল কাউরো বক্তব্য পাওয়া যায়নি। থানার ওসি মাসুমুর রহমান (তদন্ত) বলেন, ঘটনার খবর পেয়েছি। কিন্তু অভিযোগ পাইনি। তবে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads