• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
বিরামপুরে ভুয়া পুলিশ গ্রেফতার

প্রতীকী ছবি

সারা দেশ

বিরামপুরে ভুয়া পুলিশ গ্রেফতার

  • বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০১৯

দিনাজপুরের বিরামপুর পৌর এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে সোহেল রানা নামের এক ভুয়া পুলিশকে এলাকাবাসী আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। পরে, আজ বৃহস্পতিবার থানা পুলিশ তাকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

গতকাল বুধবার বিকেলে বিরামপুর পৌর এলাকার কল্যাণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল জেলার ফুলবাড়ি উপজেলার গৌরি পাড়া গ্রামের মিজানুর রহমানের পুত্র।

থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পূর্ব গৌরিপাড়া গ্রামের মিজানুর রহমানের পুত্র সোহেল রানা (২৫) বুধবার বিকেলে বিরামপুর পৌর এলাকার কল্যাণপুর গ্রামে গিয়ে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে ধীরেন পাহান ও প্রতিবেশীদের নিকট চাকু দেখিয়ে চাঁদা দাবি করে।

তার আচরণ সন্দেহজনক হওয়ায় গ্রামের লোকজন একত্রিত হয়ে সোহেলকে আটক করে থানা পুলিশে সংবাদ দেন। পরে পুলিশ সোহেলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

তিনি আরো জানান, সোহেল এক সময় পুলিশে চাকুরী করতো এবং বিভিন্ন অনিয়মের কারণে সে চাকুরীচ্যুত হয়। তার বিরুদ্ধে বিরামপুর থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পার্শ্ববর্তী হাকিমপুর থানায় তার বিরুদ্ধে গত বছরের ২৬ অক্টোবর একটি মামলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads