• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে শিশু গুরুতর আহত

সেনবাগে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে গুরুতর আহত শিশু ওসমান গনি

ছবি : সংগৃহীত

সারা দেশ

বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে শিশু গুরুতর আহত

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ফেব্রুয়ারি ২০১৯

নোয়াখালীর সেনবাগে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মোঃ ওসমান গনি (৪) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় সেনবাগ পৌরসভার ৬ নং ওয়ার্ডের চারিদ্রোন গ্রামের আজাদ কমিশনারের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। শিশু ওসমান গনি ওই বাড়ির মনসুর হেলালের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ওসমান গনি নানার বাড়ির বিল্ডিংয়ের ছাদে খেলা করতে গিয়ে অসাবধানতা বসত ছাদের রেলিংয়ের গ্রীল ভেঙ্গে গ্রীলসহ নিচে পড়ে যায়। এতে গ্রীল তার শরীরের ওপর পড়ে মাথা সহ বিভিন্ন স্থানে আঘাত পায়। এসময় বাড়ির লোকজন গুরুত্বর আহত ওসমান গনিকে উদ্ধার করে সেনবাগ প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে নিয়ে আসে। এখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ সরকারি ৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রফিকুল ইসলাম জানান, শিশুটির অবস্থা সংক্টাপন্ন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads