• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
দেশে প্রথম বারের মত ইয়াবা ব্যবসায়ীদের আত্বসমর্পণ কাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কে কক্সবাজার বিমানবন্দরে স্বাগত জানান সংসদ ও জেলা নেতৃবৃন্দ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

দেশে প্রথম বারের মত ইয়াবা ব্যবসায়ীদের আত্বসমর্পণ কাল

  • মাহাবুবুর রহমান, কক্সবাজার
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দেশের শীর্ষ ১২০ ইয়াবা ব্যবসায়ী কাল শনিবার ১৬ ফেব্রুয়ারী আত্মসমর্পণ করবে। সে উপলক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ শুক্রবার সকালে কক্সবাজার এসে পৌছান। পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী সহ উর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।

আত্মসমর্পণ করছেন এমন কয়েকজন ইয়াবা ব্যবসায়ীদের নাম জানা গেছে। তারা হলেন, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাই আব্দুর শুক্কুর শফিকুল ইসলাম শফিক, আমিনুর রহমান ওরফে আব্দুল আমিন, ফয়সাল রহমান, বদির ভাগিনা সাহেদ রহমান নিপু, আরেক ভাগিনা টেকনাফ পৌর কাউন্সিলার নূরল বশর ওরফে নূরশাদ, বদির খালাতো ভাই মং সিং থেইন ওরফে মমসি, ফুপাতো ভাইয়ের ছেলে কামরুল হাসান রাসেল, বদির ভাই শুক্কুরের ম্যানেজার মারুফ বিন খলিল বাবু, বদির বেআই সাহেদ কামাল। টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলমের ছেলে দিদার মিয়া।
আরো আছেন, টেকনাফের হ্নীলার নুরুল হুদা মেম্বার, টেকনাফের এনামুল হক এনাম মেম্বার, সাবরাং এর মোয়াজ্জেম হোসেন দানু মেম্বার, হ্নীলার জামাল মেম্বার, শাহাপরীর দ্বীপের রেজাউল করিম রেজু মেম্বার, উত্তর আলী খালির শাহ আজম ও সাবারং নয়াপাড়ার আলমগির ফয়সাল লিটন। ইয়াবা ডন হাজী সাইফুল করিমের দুই শ্যালক জিয়াউর রহমান ও আব্দুর রহমান।

টেকনাফের পশ্চিম লেদার নুরুল কবির, হ্নীলা সিকদার পাড়ার সৈয়দ আহম্মদ সৈয়দ, বন্দুকযুদ্ধে নিহত নাজির পাড়ার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জিয়াউর রহমানের ভাই আব্দুর রহমান, নাজির পাড়ার সৈয়দ হোসেন, নাইটং পাড়ার ইউনুস, ডেইল পাড়ার জাফর আলম, জাহাজপুরার নুরুল আলম, হ্নীলার রশিদ আহম্মদ ওরফে রশিদ খুলু, সদরের ডেইল পাড়ার আব্দুল আমিন ও নুরুল আমিন, টেকনাফ সদরের উত্তর লম্বরি এলাকার করিম মাঝি, হ্নীলা ফুলের ডেইলের রুস্তম আলী, শামলাপুর জুম পাড়ার শফিউল্লাহ, একই এলাকার সৈয়দ আলম, রাজাছড়ার আব্দুর কুদ্দুছ, মধ্যম জালিয়া পাড়ার মোজাম্মেল হক, জাহেলিয়া পাড়ার মোহাম্মদ সিরাজ, কচুবনিয়ার আব্দুল হামিদ, নাজিন পাড়ার মোহাম্মদ রফিক, পল্লান পাড়ার মোহাম্মদ সেলিম, নাইটং পাড়ার রহিমউল্লাহ, নাজিরপাড়ার মোহাম্মদ হেলাল, চৌধুরী পাড়ার মোহাম্মদ আলম, সদর ইউনিয়নের মৌলভি পাড়ার একরাম হোসেন।
এছাড়াও আরো আছেন হ্নীলার পূর্ব পানখালির নজরুল ইসলাম, সদর ইউনিয়নের তুলাতলি এলাকার নুরুল বশর, হাতির ঘোনার দিল মোহাম্মদ, একই এলাকার হাসান, সাবরাং নয়া পাড়ার নুর মোহাম্মদ, কচুবনিয়ার বদিউর রহমান ওরফে বদুরান, জালিয়া পাড়ার জুবায়ের হোসেন, হ্নীলার পূর্ব লেদার জাহাঙ্গীর আলম।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads