• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ট্রাক চাপায় মেডিকেল ছাত্রী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

পাবনা মেডিকেল কলেজের ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানবন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ট্রাক চাপায় মেডিকেল ছাত্রী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

  • পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০১৯

পাবনায় ট্রাক চাপায় মেডিক্যাল কলেজ ছাত্রী নিহত ঘটনার প্রতিবাদে ৫ দফা দাবিতে পাবনা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারক লিপি দেওয়া হয়।

আজ শনিবার দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পাবনা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারক লিপি পেশ করে। স্মারক লিপিতে অবিলম্বে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে নিষিদ্ধ আইন প্রয়োগ বাস্তবায়ন সহ ঘাতক ইজিবাইক চালক ও ট্রাক চালককে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নেওয়ার দাবী জানানো হয়।

উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাকায় মোটর সাইকেল আরোহী পাবনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তানিজা হায়দার নিহত হয়। নিহত তানিজা হায়দার রাজশাহী লক্ষ্মীপুরের সাম্মাক হায়দারের মেয়ে ও পাবনা মেডিকেল কলেজের ৯ম ব্যাচের ছাত্রী ছিল।

এব্যাপারে পাবনার পুলিশ সুপার শেখ মোহম্মদ রফিকুল ইসলাম জানান, আমাদের কাছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা লিখিত স্মারক লিপি দিয়েছে। অতিদ্রুত ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করতে সংশ্লিষ্ঠ থানাকে নির্দেশ প্রদান করা হয়েছে। ঘটনার পরপরই লরি ট্রাকটিকে আটক করেছে পুলিশ। অটো বাইক চালককেও আইনের আওতায় নিয়ে আসা হবে। মহাসড়কে তিনচাকার অনুমদন বিহিন সকল যানবহন আটক করতে ট্রাফিক পুলিশদের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads