• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
চাঁদপুরে মাছ চাষীদের জাল-ঘর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চাঁদপুরে মাছ চাষীদের জাল-ঘর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০১৯

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চর মেয়াশা মাছ চাষীদের ৩০ বস্তা জাল, ৩টি সেচের পাম্পসহ অন্যান্য সরঞ্জামাদি ও একটি ঘর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। আগুনে প্রান্তিক এ মাছ চাষীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তারা।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে পাশে থাকা এক চাষী মসজিদের মাইক দিয়ে এলাকাবাসীকে জানালে সকলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ওই ঘরে থাকা সবকিছু পুড়ে যায়।

মৎস্য চাষী আবুল খায়ের খান ও মিজান ঠাহরদার জানান, স্থানীয় ভাবে সমিতির মাধ্যমে ১৩৮জন সদস্য প্রায় আড়াইশ একর জমিতে তারা বর্ষা মৌসুমে মাছ চাষ করেন। তাদের চাষের এ সরঞ্জামাদি পুড়ে যাওয়ার বড় ধরনের ক্ষতির সম্মুখিন হয়েছেন।

সমিতির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল হাই জানান, আমাদের এ মৎস্য চাষ করার কারণে এই এলাকার প্রায় শতাধিক লোকের কর্মসংস্থান হয়েছে। এখানকার উৎপাদিত মাছ জেলা সদরের দেশীয় প্রজাতির বড় ধরনের মাছের চাহিদা পুরণ করে।

চরমেয়াশা মৎস্য চাষীও মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য আনোয়ার হোসেন জানান, আগুনের ঘটনার পর আশপাশের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। শনিবার দুপুরে এ বিষয়ে সমিতির পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads