• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
“সংবাদ মাধ্যমকে সমাজ বিবর্তনের হাতিয়ার হতে হবে”

চাঁদপুর প্রেসক্লাব এর ২০১৯ কার্যকরি কমিটির অভিষেক, সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ছবি : সংগৃহীত

সারা দেশ

চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান

“সংবাদ মাধ্যমকে সমাজ বিবর্তনের হাতিয়ার হতে হবে”

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০১৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, সাংবাদিকতার ক্ষেত্রে সৎ এবং সাহসী হতে হয়। সংবাদ মাধ্যমকে তার সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠ, ন্যায়নিষ্ঠতা থাকতে হয়। সমাজকে সচেতন করে তুলতে হয়। এগুলো না থাকলে সংবাদপত্র বা সাংবাদিকতার আসল যে উদ্দেশ্য সেটা থাকে না। সংবাদ মাধ্যমকে সমাজ বিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে

গতকাল শনিবার রাতে চাঁদপুর প্রেসক্লাব এর ২০১৯ কার্যকরি কমিটির অভিষেক, সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সত্যকে যারা ভয় পায়, তারা সাংবাদিককে বন্ধু ভাবেন না। কারন তাদের অসৎ কাজ ধরা পড়ে যাবে বলে।

যে কোন পেশার কাজকে সঠিকভাবে করবার জন্য সাহস এবং সততার প্রয়োজন হয়। আমাদের দেশের সংবাদ মাধ্যম স্বাধীন। সেই স্বাধীনতাকে দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমাজ বিবর্তনে ব্যবহার করতে হবে। সেটাকে গনমাধ্যম কর্মিদের ভাবতে হবে। যে কোন সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে অনুমান না হয়ে তথ্য ভিত্তিক হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম পিপিএম, জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, মিডিয়া ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায়।

সংবর্ধিত অতিথি শিল্পপতি জয়নাল আবেদীন মজুমদার (সিআইপি), চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর ও সাবেক সাধারন সম্পাদক রহিম বাদশার পরিচালনায় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় চাঁদপুরের সুধীজন, রাজনৈতিক অন্যান্য নেতুবৃন্দ, পেশাজীবি ব্যক্তিবর্গ এবং প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্য ও অন্যান্য সংবাদ কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৭১’ এর চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা শহীদ জাবেদকে প্রেসক্লাবের পক্ষ থেকে মরনোত্তর সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিএমপি সংবর্ধনার ক্রেস্টটি শহীদ জাবেদের ছোট ভাই জেলা আওয়ামীলীগ সদস্য মোঃ রফিক উল্লাহ’র হাতে তুলে দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads