• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সুষম উন্নয়নে আগামীর বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ, সুন্দর সোনার বাংলা : স্পীকার

পীরগঞ্জের জয়ন্তীপুর ঘাটে করতোয়া নদীর উপর নির্মিতব্য সেতুর কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সুষম উন্নয়নে আগামীর বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ, সুন্দর সোনার বাংলা : স্পীকার

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, উন্নয়ন সুবিধা তৃণমূলে পৌঁছে দিচ্ছে সরকার। সুষম উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ, সুন্দর সোনার বাংলা।

তিনি আজ পীরগঞ্জের জয়ন্তীপুর ঘাটে করতোয়া নদীর উপর প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুর কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় স্পীকার বলেন, সেতুটি নির্মিত হলে নদীর উভয় প্রান্তের মানুষের জীবনমান উন্নয়ন হবে, যোগাযোগ ব্যবস্থা ভাল হবে; অর্থনৈতিক কর্মকান্ড বিস্তৃত হবে, যা এলাকার মানুষের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখবে।

৬নং টুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর মেয়র আবু সালেহ তাজিমুল ইসলাম শামীম, উপজেলা প্রকৌশলী মুজিবুর রহমান, আমিনুল ইসলাম (ফুলবাবু), ৬নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বক্তব্য রাখেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। সেতুটি রংপুরের টুকুরিয়ার সাথে দিনাজপুরের নবাবগঞ্জের সাথে সড়ক যোগাযোগ সহজ করবে। ২০২০ সাল নাগাদ সেতুর নির্মাণ কাজ শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads