• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ভৈরবে গুণী শিল্পী সংবর্ধনা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ভৈরবে গুণী শিল্পী সংবর্ধনা

  • ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০১৯

কিশোরগঞ্জের ভৈরবে গুণী শিল্পী সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

ভৈরব শিল্পকলা পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার রাতে ভৈরব উপজেলা সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি অধ্যক্ষ আবদুল বাসেতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টেও বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ জিল্লুর রহমান ও প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক উপ-পরিচালক, গীতিকার ও সুরকার শহীদুজ্জামান স্বপন প্রমূখ।

আলোচনাসভা শেষে মোঃ খসরু, দেবু চৌধুরী ও গাজী আব্দুল হাকিমসহ ৩ জন গুণী শিল্পীকে সংবর্ধনা প্রদান করেন অতিথিরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আগত দর্শনার্থীদের মুগ্ধ করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads