• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সারা দেশে দোয়া

অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য মসজিদে মসজিদে দোয়া

ছবি : সংগৃহীত

সারা দেশ

সারা দেশে দোয়া

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের আগুনের ঘটনায় নিহতদের জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারা দেশে দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বঙ্গভবন জামে মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়ায় এ ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনা করা হয়। সেই সঙ্গে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও অব্যাহত অগ্রগতি চাওয়া হয়। বঙ্গভবন জামে মসজিদের বিশেষ দোয়া ও মোনাজাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সংসদ সদস্য রেজোয়ান আহাম্মদ তৌফিকসহ রাষ্ট্রপতির সামরিক ও প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা পরিচালনা করেন মাওলানা আবদুল হালিম সিরাজী। এর আগে বিশেষ দোয়া ও মোনাজাতে চুড়িহাট্টায় আগুনে নিহতদের আত্মার মাগফিরাত কামনাসহ আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করা হয়। সৃষ্টিকর্তা যেন শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম।

গায়েবানা জানাজা ও বিশেষ মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে এ ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। একই দিন এ ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারা দেশে গায়েবানা জানাজার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

গত বুধবার রাত সাড়ে ১০টায় রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ১২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নিহত হয়েছেন ৭০ জন। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads