• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে তিনজনকে কুপিয়ে আহত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে তিনজনকে কুপিয়ে আহত

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গ্রামে গত শুক্রবার রাতে জমি নিয়ে বিরোধের জের ধরে তিনজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনায় শনিবার সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামের আল মাহাবুবের সঙ্গে একই গ্রামের আব্দুর রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আব্দুর রহমানের ছেলে মহিউদ্দিন ও মেরাজের নেতৃত্বে ৮/১০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আল মাহাবুবের ভাই আশরাফুল ইসলাম, চাচাতো ভাই কাইয়ুম মিয়া ও মনজুর হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। আশপাশের লোকজন ছুটে এসে আহতদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আজ শনিবার আল মাহাবুব বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads