• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
তাড়াশে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

তাড়াশে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ মার্চ ২০১৯

সিরাজগঞ্জের তাড়াশে সাথী খাতুন নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।

আজ রবিবার সকালে লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত সাথী উপজেলার নওগা ইউনিয়নের মালিপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও আজিমনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সাথী খাতুন শনিবার চলমান এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য তাড়াশ সদরে যায়। ওইদিন সে যাওয়ার পর তার মা-বাবা নানীর বাড়ি চলে যায়। পরীক্ষা শেষে সাথী খাতুন বাড়ি ফিরে ঘরের ধর্নার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। গ্রামের স্কুল থেকে তার ছোটবোন এসে ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে উকি দিয়ে দেখে সে ঝুলে রয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads