• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মাদক ব্যবসায়ীদের যারা আত্মসর্মপন করবে না তাদের কঠিন পরিণতি :  আইজিপি

বগুড়া জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মাদক ব্যবসায়ীদের যারা আত্মসর্মপন করবে না তাদের কঠিন পরিণতি : আইজিপি

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১২ মার্চ ২০১৯

মাদক নির্মুলে পুলিশের সঙ্গে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারি বলেছেন, নাগরিক দায়িত্বে দেশকে মাদক মুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আজ মঙ্গলবার বিকালে বগুড়া পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যে মাদক ব্যবসায়ীরা আত্মসর্মপন করবে তাদের সরকারী ভাবে সহয়তা করা হবে আর যারা আত্মসর্মপন করবে না তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। এই আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন।

বগুড়া পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় পুলিশ মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়নের পথে অন্যতম বাধা মাদক ও জঙ্গীবাদ। ইতোমধ্যে সবার সহযোগীতায় জঙ্গীবাদ নিমুর্লে সফলতা এসেছে। তবে দেশকে মাদক মুক্ত করতে শুধু আইন শৃংখলা বাহিনীর একার অভিাযান যথেষ্ঠ নয়। কারণ মাদক সমাজের প্রতিটি স্তরে প্রবেশ করেছে। মাদক নির্মুলে পুলিশের পাশে নাগরিক হিসাবে সকলকে দায়িত্ব পালন করতে হবে। সম্মিলিত প্রচেস্টা ছাড়া দেশকে মাদকমুক্ত করা সম্ভব না। এজন্য এক সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ২০১৩ সালে সন্ত্রাস করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেস্টা চালান হয়েছিলো। পুলিশ বুকের তাজা রক্ত দিয়ে তা রুখে দিয়েছে। এরপর যখন দেশ ঘুরে দাড়িয়েছে তখন আবার জঙ্গীবাদের মাধ্যমে একই ষড়যন্ত্র করা হয়। তবে তা সবার প্রচেস্টায় রুখে দেয়া হয়েছে। এখন দেশকে মাদক মুক্ত করার পালা।

এর আগে দুপুরে আইজিপি বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আইজিপি। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads