• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
শেষ হলো দশম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শেষ হলো দশম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরী

  • প্রকাশিত ১৪ মার্চ ২০১৯

‘যোগ্য নেতৃত্ব উন্নত দেশ’ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় ও পরিচালনায় কালিয়াকৈরের মৌচাকে  জাতীয়  স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরী শেষ হয়েছে। আজ জাম্বুরীর শেষ দিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সপ্তাহব্যাপী জাম্বুরীর বিভিন্ন তথ্য তুলে ধরেন স্কাউটের জাতীয় কমিশনার  সারোয়ার মোহাম্মদ শাহরিয়ার।

এবারের জাম্বুরীতে দেশের সকল জেলা ও উপজেলা থেকে ১ হাজার ৪৬টি স্কাউট দলের ৯ হাজার ৪১৪ স্কাউট ও গার্ল ইন স্কাউট অংশ গ্রহণ করে।  এর মধ্যে ২০২টি দলে ছিল ১ হাজার ৮১৮ জন গার্ল ইন স্কাউট সদস্য।এছাড়া ভারত থেকে ২৩৮,নেপাল ৯৬,ভুটান ৮,মালদ্বীপ ২১, শ্রীলংকা ৭, আফগানিস্তান২,ব্রুনাই ১,আমেরিকায় ২ ও ইংল্যান্ড থেকে ১জন স্কাউট ও কর্মকর্তা সহ মোট ৩৩৭ জন এবং বাংলাদেশের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকসহ ১১ হাজারের অধিক স্কাউট,গার্ল ই স্কাউট,স্বেচ্ছাসেবক ও কর্মকতা অংশগ্রহণ করেন।

জাম্বুরী চিফ হিসেবে দায়িত্ব পালন করেন ড. মো. মোজাম্মেল হক খান,প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউট।সাংগঠনিক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আখতারুজ্জামান খান কবির,জাতীয় কমিশনার(সংগঠন),বাংলাদেশ স্কাউটষ।এ ছাড়াও এশিয়ান প্যাসিফিক রিজিওনাল স্কাউটসের পরিচালক জে আর পাঙ্গিলিনান এই জাম্বুরীতে অংশগ্রহন করেন।

সংবাদ সম্মেলনে জাতীয় কমিশনার আরও জানান, ১৯৭৮ সাল থেকে শুরু হয়ে প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়ে আসছে জাতীয় স্কাউট জাম্বুরী। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এ জাম্বুরীতে মোট ১৪টি ভেঞ্চার ও কেন্দ্রীয় অনুষ্ঠানের সমন্বয়ে আকর্ষণীয় উদ্দীপনামূলক,শিক্ষনীয় ও প্রতিযোগীতামূলক প্রোগ্রাম সাজানো হয়। বাঙ্গালীর জাতির পিতাকে নতুন প্রজন্মের নিকট পরিচিত করার জন্য জাম্বুরীর মূল এরিনার নাম করণ করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। জাম্বুরীর যে ৪টি ভিলেজ রয়েছে সেগুলোর নাম করণ করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ৪ জন সহচরদের নামে।এ ছাড়াও ৪টি ভিলেজের অধীনে ১২টি সাব ক্যাম্প কবি,সাহিত্যিক ও বিশিষ্ট ব্যাক্তিদের নামে নামকরন করা হয়। 

আগামী ২০২১ সালের মধ্যে স্কাউট ছেলে মেয়ের সংখ্যা ২১ লাখে উন্নীত  করার  পরিকল্পনার কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কাউটের জাতীয় কমিশনার  সারোয়ার মোহাম্মদ শাহরিয়ার, স্কাউটের জাতীয় কমিশনার(প্রোগাম) মোঃ আতিক উজ্জামান, স্কাউটের জাতীয় কমিশনার(এ্যাডাল্টস ইন স্কাউটিং) ফেরদৌস আহমেদ,বাংলাদেশ স্কাউটের নির্বাহী পরিচালক আরসাদুল মোকাদ্দিস, জাম্বুরী মিডিয়া সমন্বয়কারী মীর মোঃ ফারুক।

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads