• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
জামালপুরে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী বের হয়

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

জামালপুরে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০১৯

সারাদেশের ন্যায় জামালপুরের যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে জেলা শহরসহ সাত উপজেলাতেই গ্রহণ কার হয় নানা কর্মসূচী।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর আসনের নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন ও জেলা প্রশাসক আহমেদ কবীরের যৌথ নেতৃত্বে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা আ’লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম সিআইপি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের বিপুল সংখ্যক কর্মী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেয়।

জেলার মেলান্দহ উপজেলায় উপজেলা প্রশাসন আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান চাঁন, জাহানারা লতিফ মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আনছার আলী মান্নান, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ ও শহীদ সমর থিয়েটারের সভাপতি আবুল মনুসুর খান দুলাল প্রমুখ।

অপরদিকে জেলার ইসলামপুর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads