• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
লামায় নির্বাচনী মালামাল বহনকারী গাড়ি দুর্ঘটনায়, আহত  ১৬

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লামায় নির্বাচনী মালামাল বহনকারী গাড়ি দুর্ঘটনায়, আহত ১৬

  • লামা (বান্দরবান) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০১৯

বান্দরবানের লামায় নির্বাচনী মালামাল নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছে। আহতদের পাশ্ববর্তী চকরিয়া উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ রোববার দুপুর তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া হারবাং এলাকায় একটি পিকআপের সঙ্গে নির্বাচনের গাড়িটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে ওই গাড়িটি দুপুর দেড়টার দিকে লামা উপজেলা সদর থেকে নির্বাচনী মালামার বুঝে নিয়ে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে ফাইতং ইউনিয়নের পোলাওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আহতরা হলেন- এএসআই জসীম উদ্দিন (৪৫), আনসার সদস্য জুলেখা (২৫), আবুল হোসেন (৪৭), রফিকুল ইসলাম (৪০), আনসার সদস্য সালমা বেগম (২৫), হাফিজা বেগম (২৬), মো. রনি, তরিকুল ইসলাম, প্রিজাইডিং অফিসার মো. রুহুল আমিন (৫২), শিক্ষক কমল কিরণ চাকমা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মৃণাল কান্তি বড়ুয়া, সাখাওয়াত হোসেন, ড্রাইভার মো. জাফর, সহ শিক্ষক মো. ফারুক, পুলিশ সদস্য মহিউদ্দিন ও পৌল রায়।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ব্যালট পেপারসহ যাবতীয় মালামাল অক্ষত আছে এবং আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে দূর্ঘটনার কথা শুনামাত্র ঘটনাস্থলে ছুটে যান, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, উপজেলা নির্বাচন কর্মকর্তা নববিন্দু নারায়ণ চাকমা ও আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা জামাল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads