• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
চাঁদপুরে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চাঁদপুরে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মার্চ ২০১৯

চাঁদপুর শহরের টিলাবাড়ি এলাকার জেলে পল্লী থেকে ব্লক রেইড দিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ। সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালনো হয়। এ সময় ওই এলাকার মেঘনা নদীপাড়ের বেশকিছু বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এদিকে টিলাবাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্লক রেইড শুরুর আগেই অসাধু জেলেরা গা ঢাকা দিতে সক্ষম হয়। যার কারনে এ অভিযানে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। অভিযানে নেতৃত্বদেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, ইলিশের পোনা জাটকা নিধনে এসব কারেন্ট জাল বেশ কার্যকরী। যে কারণে জেলা পুলিশ ও নৌ-পুলিশ, কোস্ট গার্ড এবং স্থানীয় জনপ্রতিধিদের সহায়তা নিয়ে এসব জাল জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, শহরের টিলাবাড়ি এলাকায় ব্লক রেইড পরিচালনা করে জেলা পুলিশ। সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযানে প্রায় ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাটকা নিধনে যারাই জড়িত থাকুক না কেন-কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না। যে সব জেলের বাড়িতে কারেন্ট জাল পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads