• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কালিয়াকৈরে নৌকার প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রেজাউল করিম রাসেল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে নৌকার প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ

  • প্রকাশিত ১৮ মার্চ ২০১৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর প্রচারণায় বাধা, হামলা ও নির্বাচনী কার্যালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেজাউল করিম রাসেল।

জানা যায়, আগামী ২৪ মার্চ কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ থেকে মনোনিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক রেজাউল করিম রাসেল। এছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ওই দলের উপজেলা সভাপতি কামাল উদ্দিন সিকদার।

সংবাদ সম্মেলনে প্রার্থী বলেন, দল তাকে মনোনিত করেছে। দলের সম্মান রক্ষায় কাজ করে যাচ্ছি। তবে একটি কুচক্রী মহল বিএনপি জামাতের সঙ্গে আতাত করে আওয়ামী লীগের সম্মান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান নৌকা মার্কাকে পরাজিত করার পায়তারা করছেন।

তিনি বলেন, উপজেলার পৌর এলাকায় তার কর্মী ও নিজের গাড়ীতে হামলা করে, কর্মীদের আটকে রাখে এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads