• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
স্কুল বন্ধ করে ছাত্রীদের নিয়ে ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

শিক্ষক-শিক্ষার্থীরা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দিতে শোভাযাত্রা

ছবি : সংগৃহীত

সারা দেশ

স্কুল বন্ধ করে ছাত্রীদের নিয়ে ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

  • ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ ২০১৯

ঠাকুরগাঁওয়ে স্কুল বন্ধ করে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে এক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

এ বিষয়ে জেলার হরিপুর উপজেলার যাদুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আখতার বলেন, প্রধান শিক্ষকের নির্দেশে বিদ্যালয়ের শিক্ষক ও ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা গতকাল বুধবার আনন্দ শোভাযাত্রা করে আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে যায়। তারা সেখানে উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম পুষ্পকে ফুলেল সংবর্ধনা দেয়। এ সম্পর্কে জানতে প্রধান শিক্ষক সুলতান মাহমুদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমত আরা বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসআর ফারুক বলেন, স্কুলের ভেতরে সংবর্ধনা দিলে সমস্যা ছিল না। কিন্তু ক্লাস বন্ধ করে ছাত্রীদের স্কুল থেকে বের করে র্যালি করার পর ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া ঠিক হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম জে আরিফ বেগ জানান, আইন অনুযায়ী এ কাজ তারা করতে পারেন না। এ বিষয়ে ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম বলেন, দুপুরে আমি দলীয় কার্যালয়ে গিয়েছিলাম নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। হঠাৎ করেই শিক্ষক-শিক্ষার্থীরা এসে ফুল দিয়ে আমাকে সংবর্ধনা জানায়। এটি ঠিক হয়নি। এটা আমার অজান্তেই হয়েছে।

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা জানান, ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে এটা ছুটির দিন করা যেত। ক্লাস বন্ধ রেখে সংবর্ধনা দেওয়ার কাজটি অবশ্যই আপত্তিকর। ছাত্রীরা জানায়, হঠাৎ করে শিক্ষকরা তাদের ক্লাস বন্ধ করে দেন। এরপর তাদের হাতে ফুল ধরিয়ে দিয়ে বিদ্যালয় থেকে আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে যান। সেখানে ভাইস চেয়ারম্যানের গলায় ফুলের মালা পরানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads