• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
যানবাহনের কাগজপত্র যাচাই করতে রাস্তায় স্কুলের শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবীতে দিনাজপুর শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যানবাহনের কাগজপত্র যাচাই করে

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

যানবাহনের কাগজপত্র যাচাই করতে রাস্তায় স্কুলের শিক্ষার্থীরা

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ ২০১৯

নিরাপদ সড়কের দাবীতে দিনাজপুর শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে গাড়ীর কাগজপত্র যাচাই করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়ক, কালিতলা কোতয়ালী থানার সামনের মোড়, চারুবাবুর মোড়, মর্ডান মোড়, বাসুনিয়াসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করে শিক্ষার্থীরা।

দিনাজপুর শহরের জিলা স্কুল, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সেন্ট যোসেফস স্কুল, দিনাজপুর উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন স্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অবরোধ করে ও যানবাহনের কাগজপত্র যাচাই করে।

আন্দোলনকারী স্কুলের ছাত্র আতিক তাজওয়ার, মাহফুজ স্বচ্ছ, সিয়াম, মিম, ওলি, নোমান জানান, নিরাপদ সড়কের দাবীতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের সময় বেশ কয়েকটি গাড়ীর কোন বৈধ কাগজপত্র না থাকায় শিক্ষার্থীরা আটক করে কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এছাড়াও হেলমেট বিহীন মোটরসাইকেল আটক করে ট্রাফিক পুলিশের নিকট সোপর্দ করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads