• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কলাপাড়ায় নাচনাপাড়া খাল দখল করে স্থাপনা

কলাপাড়ায় খাল দখল করে তোলা হচ্ছে পাকা স্থাপনা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কলাপাড়ায় নাচনাপাড়া খাল দখল করে স্থাপনা

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ ২০১৯

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা ও টিয়াখালী ইউনিয়নের মধ্যদিয়ে বহমান নাচনাপাড়া খালটি দখল শুরু হয়েছে। খালের ফায়ার সার্ভিস অফিসের উত্তরদিক থেকে পুকুর ও বাড়িঘর করে স্থাপনা নির্মাণ করা হয়েছে প্রকাশ্যে। সারাদেশে যখন নদী ও খাল দখলমুক্ত করতে অভিযান চলছে তখন কলাপাড়ার আন্ধারমানিক নদীর মতো নাচনাপাড়া খালটি দখল শুরু হওয়ায় উদ্বিগ্ন খালের পাড়ের বাসিন্দারা।

স্থানীয় জানান, নাচনাপাড়া খালটি নাচনাপাড়া গ্রামের মানুষের কৃষিকাজের জন্য খুবই গুরুত্বপুর্ণ। পৌর এলাকাসহ টিয়াখালী ইউনিয়নের জলাবদ্ধতা দুর হয় এ খাল দিয়ে। খালটিতে পানির প্রবাহ ঠিক রাখলে সহস্রাধিক পরিবারের বসবাস উপযোগীতা থাকবে।

খালের তীরের বাসিন্দা মান্নান হাওলাদার, দুলাল হাওলাদার, নেপাল হাওলাদার জানান, খালটি না থাকলে তাদের বসবাসের সমস্যা হবে। জলাবদ্ধার কবলে পড়তে হবে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ খালটি দখলদারমুক্ত করে পুনর্খননের দাবি সচেতন মানুষের।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানান, খাল দখল করার সুযোগ নেই। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads