• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বেলকুচিতে শালিসী বৈঠকে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নিহত

বেলকুচিতে শালিসী বৈঠকে প্রতিপক্ষের আঘাতে নিহত বৃদ্ধ জহুরুল ইসলাম জহু (৬৫)

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বেলকুচিতে শালিসী বৈঠকে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নিহত

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ মার্চ ২০১৯

সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধ সংক্রান্ত শালিসী বৈঠক চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে জহুরুল ইসলাম জহু (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুকন্দগাঁতী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত জহুরুল ইসলাম জহু ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, জহুরুল ইসলামের সাথে প্রতিবেশী বাছেদ প্রামাণিকের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার দেন দরবার হয়েছে। আজ শুক্রবার সকালে আবারও বাড়ীর পাশেই শালিসী বৈঠকের আয়োজন করা হয়। ওই শালিসী বৈঠক চলাকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাছেদ প্রামাণিকের ছেলে ইব্রাহিম ও খলিলসহ তাদের লোকজন বৃদ্ধ জহুরুল ইসলাম জহুকে পিটিয়ে হত্যা করে।

খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাছেদ প্রামানিকের স্ত্রী লতা খাতুন ওরফে আছিয়া খাতুন ও ওয়াজেদ প্রামানিকের স্ত্রী শেফালী বেগমকে আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads