• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ফুলবাড়ীতে ২০৫ জন নারীকে সনদ প্রদান

ফুলবাড়ীতে দাসিয়ারছড়ার ২০৫ জন প্রশিক্ষিত নারীর মধ্যে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মো: আতাউর রহমান

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ফুলবাড়ীতে ২০৫ জন নারীকে সনদ প্রদান

  • কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মার্চ ২০১৯

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ডাকবাংলো মাঠে বেসিক/আইসিটি লিটারেসি ও জীবনমান উন্নয়নে ২০৫ জন প্রশিক্ষিত নারীকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

আজ শনিবার এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আতাউর রহমান।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সুত্রে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে বেসিক/ আইসিটি লিটারেসি এবং নারীর জীবন মাত্রার মান উন্নয়নে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার সনদ পাওয়া ২০৫ জন নারীকে প্রাথমিক স্থাস্ব্যসেবা, পরিস্কার পরিচ্ছন্নতা, স্থাস্ব্যসম্মত স্যানিটেশনের ব্যবহার, নারী ও শিশু পাচার রোধ, যৌতুকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা, পারিবারিক সহিংসতা, নারীর ক্ষমতায়ন, নারী পুরুষের ক্ষমতা সুষম বন্টন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

এ উপলক্ষ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তারের সঞ্চলনায় ও ইউএনও মোছাঃ মাছুমা আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন,ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নজির হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মসূচী পরিচালক আল আমিন ভুইঞা, সহযোগী প্রতিষ্ঠান নিওসিস’র পরিচালক মালেক বাদশা, প্রশিক্ষণার্থী এ্যামিলি আক্তার কাকন ও পার্বতী রানী রায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads