• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নেত্রকোনায় প্রতিপক্ষের বল্লমের আঘাতে কৃষক নিহত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নেত্রকোনায় প্রতিপক্ষের বল্লমের আঘাতে কৃষক নিহত

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মার্চ ২০১৯

নেত্রকোনার কেন্দুয়ায় জমি দখল নিয়ে সৃষ্ট সংঘর্ষে প্রতিপক্ষের বল্লমের আঘাতে স্বপন মিয়া (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সংঘর্ষে স্বপন মিয়ার চাচাতো ভাই কৃষক জিলু মিয়া (৪৭) গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 

আজ রোববার বেলা আড়াইটার দিকে কেন্দয়া উপজেলার রৌয়াইল বাড়ি ইউনিয়নের চরআমতলা কোণাবাড়ি গ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত স্বপন মিয়া ওই গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে। আহত জিলু মিয়াও একই গ্রামের বাসিন্দা।

কেন্দুয়া থানার পরিদর্শক (ওসি) ইমারত হোসেন গাজী এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঘটনার সময় চরআমতলা কোণাবাড়ি গ্রামের আলেক বাদশার ছেলে জহিরুল (২৭), সাইফুল (৪০) ও আল-আমীন (৩০) মিলে এক দল মানুষ রাম দা, বল্লম নিয়ে তাদের গ্রামের জিলু মিয়ার বোরো জমি নিজেদের দাবি করে দখল করতে গিয়েছিল। এসময় বাড়ির পাশের এ জমিতে কাজ করতে যাওয়া জিলু মিয়া ও তার চাচাতো ভাই তাদের বাধা দিলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্বপন মিয়াকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় গুরুতর আহত জিলু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads