• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
জামালপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা বয়কট করলেন সাবেক তথ্যমন্ত্রী

সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি

সংগৃহীত ছবি

সারা দেশ

জামালপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা বয়কট করলেন সাবেক তথ্যমন্ত্রী

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০১৯

জামালপুরের দেওয়ানগঞ্জে জেলা পুলিশ আয়োজিত মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী জনসভা বয়কট করলেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। জনসভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমপি।

আজ শনিবার বিকালে জনসভা শুরু হওয়ার কিছু সময় পরেই জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) এলাকার সংসদ সদস্য সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি মাইকে ঘোষণা দিয়ে অনুষ্ঠান বয়কট করেন।

এ সময় আবুল কালাম আজাদ বলেন, আমরা স্থানীয় জনপ্রতিনিধি, এই জনসভায় আমাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। প্রধানমন্ত্রী কোনো এলাকায় গেলে স্থানীয় এমপিকে কথা বলার সুযোগ দেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নৌ-থানা উদ্বোধনকালে স্থানীয় জনপ্রতিনিধিদের যথাযথ মূল্যায়ন করেননি। সে কারণে আমি এই অনুষ্ঠানে থাকতে পারবো না। বক্তব্য শেষ হওয়ার পরপরই আবুল কালাম আজাদ এমপি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

জামালপুর জেলা পুলিশ আয়োজিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক দুলাল, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোফাজ্জফর হোসেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইপি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক আহমদ কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহামেদ চৌধুরী।

তবে এমপি আবুল কালাম আজাদ অনুষ্ঠান বয়কট করলেও অন্যান্য এমপিরা অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads