• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
১. মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরগুনা সেক্টরস কমান্ডার মুক্তিযুদ্ধ’৭১এর মানববন্ধন

মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরগুনা সেক্টরস কমান্ডার মুক্তিযুদ্ধ’৭১ এর মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নুসরাত হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন

  • বরগুনা (সদর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ এপ্রিল ২০১৯

ফেনীর সোনাগাজীর মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি’র হত্যাকারীদের মূলহোতা অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ দৌলাসহ সকল ষড়যন্ত্রকারীদের ফাঁসির দাবিতে সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ আজ সোমবার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন করে।

সংগঠনের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এড, মোঃ শাহজাহান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আঃ হালিম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, জেলা মহিলা সমিতির সভানেত্রী মাহফুজা বেগম, জেলা মহিলা সংস্থার সভানেত্রী হোসনেয়ারা চম্পা, জেলা মহিলা পরিষদের সহসভানেত্রী খাদিজা বেগম, সাধারণ সম্পাদক এড, সেলিনা আক্তার, বুড়িরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভীন ছবি, লোক বেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, মুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সাবু, বরগুনা সরকারী কলেজের ছাত্রী নিশাত জাহান, সরকারী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ফৌজিয়া তাছরিন আনিকা, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী দিল আফরোজা দোলা।

সভায় বক্তারা অনতিবিলম্বে নুসরাত হত্যাকারীদের ফাঁসি দাবী করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads