• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ৩ সন্তানের জনকের আত্মহত্যা

প্রতীকী ছবি

সারা দেশ

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ৩ সন্তানের জনকের আত্মহত্যা

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৯

চাঁদপুরের হাজীগঞ্জে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে ৩ সন্তানের জনক মো. কবির হোসেন (৪৫)। নিহত কবির হোসেন উপজেলার সদর ইউনিয়নের বাড্ডা মৃত দাইমুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপর ১টায় পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান জানান, আমি আত্মহত্যার খবর শুনে থানায় খবর দিয়েছি। পরস্পর শুনেছি নিহত কবির বিভিন্ন এনজিও থেকে অনেক টাকা ঋণ তুলেছে। ওই সব ঋণ পরিশোধ করতে পারছিল না। সে এলাকায় দিন মজুর হিসেবে কাজ করতো। হয়তোবা এজন্য আত্মহত্যা করে থাকতে পারে।

হাজীগঞ্জ থানার এসআই জাফর আহম্মদ জানান, খবর পেয়ে বেলা ১টার সময় মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ চাঁদপুর পাঠানো হয়েছে।

নিহত কবির হোসেনের স্ত্রী রেহানা আকতার জানান, আমি স্বামী ৮/১০টি এনজিও থেকে প্রায় ৮/১০ লাখ টাকা ঋণ নিয়েছে। আমার ৩ সন্তান। তারা সবাই প্রতিবন্ধী। তাদের ভরণ-পোষণ চালাতে খুবই হিমশিম খেতে হয়। ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি জানান, হাজীগঞ্জ থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads