• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ফাঁসির দাবি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীপুরে রাফি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ফাঁসির দাবি

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৯

ফেনীর সোনাগাজী উপজেলার মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সর্বোচ্চ বিচার চেয়ে মানববন্ধন করেছে হাজারো শিক্ষার্থী। এ সময় অধ্যক্ষে সিরাজ উদ দৌলাসহ অন্য আসামীদের ফাঁসির দাবি তুলে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা একাত্বতা প্রকাশ করে অংশ নেন।

আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। এমন নৃশংস হত্যায় ইন্ধনদাতা অধ্যক্ষ সিরাজ উদ দৌলা দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও ওঠে মানববন্ধনে।

এ সময় বিভিন্ন স্লোগান সংবলিত পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়ায় শিক্ষার্থীরা।

মাদ্রাসার উপাধক্ষ্য মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দ ইকবাল কবির,মাদ্রাসার প্রধান মুফাছ্ছির মাওলানা আবু বকর সিদ্দিক, প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম, বিন্দুবাড়ী গাউসুল আজম সিনিয়র মাদ্রাসার উপাধক্ষ্য মাওলানা মশিউর রহমান, সহকারী শিক্ষক (কৃষি) আজিজুল হক পাঠান, মুহাদ্দিস মাওলানা আনোয়ার ফকির প্রমূখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads