• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

সারা দেশ

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূর চুল কর্তন

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০১৯

নরসিংদীর বেলাবতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে লোহার শিকল দিয়ে বেঁধে ঘরে বন্দি করে অমানুষিক নির্যাতনের পর মাথার চুল কেটে দেওয়া হয়। খবর পেয়ে বেলাব থানা পুলিশ উপজেলার জাঙ্গুয়া গ্রাম থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে। এ ঘটনায় বেলাব থানায় মামলা করা হয়।

এছাড়া গতকাল বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাঈনউদ্দিন কাদিরের আদালতে ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে নির্যাতিতা আদালতে পৃথক একটি পিটিশন দায়ের করেন। আদালত আগামী এক মাসের মধ্যে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তরা হলো জাঙ্গুয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে জাকির মিয়া, তার ভাই সামসুজ্জামান, চেরাগ আলীর ছেলে বাচ্চু মিয়া, তার স্ত্রী শিল্পী বেগম, রিমা বেগম ও রহিমা বেগম।

মামলার এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে সিদ্দিক মিয়ার ছেলে জাকির মিয়া প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল। সবশেষ গত শনিবার রাতে অভিযুক্ত জাকির প্রবাসীর স্ত্রীর ঘরে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে গৃহবধূকে টেনে হিঁচড়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে লোহার শিকল দিয়ে খাটের সঙ্গে বেঁধে একটি ঘরে আটকে রাখে। এ সময় তার মাথার চুল কেটে দেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে ৩ দিন পর গত মঙ্গলবার রাতে বেলাব থানা পুলিশ তাকে উদ্ধার করে। বেলাব থানার এসআই ওয়াহিদুল্লাহ সজিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads