• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
উন্নয়নের নতুন অধ্যায় শুরু করব : আখাউড়ায় আইন মন্ত্রী

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

উন্নয়নের নতুন অধ্যায় শুরু করব : আখাউড়ায় আইন মন্ত্রী

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০১৯

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক বলেছেন, বর্তমান সরকারের বিগত মেয়াদে আখাউড়া-কসবার অনেক উন্নয়ন হয়েছে। এবার উন্নয়নের নত‍ুন অধ্যায় শুরু করব। এজন্য সকলের সহযোগিতা চাই।

তিনি বলেন, গত ৩১ মার্চ আখাউড়া উপজেলা নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ প্রার্থীকে জয়যুক্ত করায় আমি আখাউড়াবাসীর কাছে কৃতজ্ঞ। আখাউড়াবাসীকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে আওয়ামী লীগ নেতাকর্মীও উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, সহ সভাপতি শেখ আশিকুর রহমান নাঈম প্রমূখ।

পরে তিনি সড়ক পথে কসবায় যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads