• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বাগেরহাটে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় অধ্যক্ষ গ্রেফতার

প্রতীকী ছবি

সারা দেশ

বাগেরহাটে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় অধ্যক্ষ গ্রেফতার

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২০ এপ্রিল ২০১৯

বাগেরহাটের রামপালে তৃতীয় শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ওলিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে ফয়লাহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে ওই ছাত্রীর মামা বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে রামপাল থানায় মামলা করেন। শুত্রবার দুপুরে মামলার প্রধান আসামী মুদি দোকানী ফেরদাউস মোল্লাকে (১৯) আটক করে পুলিশ। আটক ফেরদাউস মোল্লা শরাফপুর গ্রামের মোল্লা লুৎফর রহমানের ছেলে। সে শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার সামনে মুদি দোকান চালাতো।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মাদ্রাসা ছাত্রীর মামার দায়ের করা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ওলিয়ার রহমানকে আটক করা হয়েছে। বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার সামনে দোকান দেয়ার সুবাদে ওই মাদ্রাসার হোস্টেলে থেকে লেখাপড়া করা তৃতীয় শ্রেনীর ছাত্রীর সাথে সখ্যতা গড়ে ওঠে। পরে তাকে ফুসলিয়ে দোকানে নিয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads