• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
হাওরে তলিয়েছে ৫ হাজার হেক্টর বোরো জমি

প্রতীকী ছবি

সারা দেশ

হাওরে তলিয়েছে ৫ হাজার হেক্টর বোরো জমি

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ মে ২০১৯

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের পুটকিয়া নামক জায়গায় গতকাল সোমবার ভোরে সিঙ্গার বিল সাবমার্জেবল প্রজেক্টের অন্তত ৬০ ফুট ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে ওই এলাকার তিনটি হাওরের পাঁচ হাজার হেক্টর বোরো জমিতে পানি ঢুকেছে। পানি প্রবেশ বন্ধ করা না গেলে আরো ১০ হাজার হেক্টর জমিতে পানিতে তলিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা জানান, বারহাট্টার চিরাম ও আসমা ইউনিয়নে প্রায় ২০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় সাত কিলোমিটার সাবমার্জেবল, যা বর্ষায় ডুবে যায়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে কংশ নদীর শাখা গুমাই নদীতে পানি বেড়েছে। এতে ওই বাঁধের কয়েক জায়গায় ফাটল দেখা দেয়। কিন্তু সোমবার ভোর ৫টার দিকে পুটকিয়া নামক স্থানে অন্তত ৬০ মিটার বাঁধ ভেঙে যায়। এতে উপজেলার ওই দুটি ইউনিয়নের রামারবাড়ি, পুটিকা, হরিরামপুর, নৈহাটী, বাহিরকান্দা, গাবরকান্দা, উজানগাঁও, চিরামসহ ২০টি গ্রামের প্রায় পাঁচ হাজার হেক্টর উঠতি বোরো ধানের জমিতে পানি ঢুকে পড়ে। এ ঘটনায় স্থানীয় কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় মানুষ বাঁধটি মেরামত করছেন।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, সেচ মৌসুমে ওই স্থানে পাইপ বসানো হয়েছিল। ঠিকমতো কাজ না করায় বাঁধের নিচ দিয়ে পানি ঢুকে কিছুটা অংশ ভেঙে গেছে। এতে প্রায় তিন হাজার হেক্টর বোরো জমিতে পানি ঢুকে পড়েছে। উপজেলা প্রশাসন ও এলাকাবাসীকে নিয়ে আমাদের লোকজন বাঁধটি মেরামত করছে। জেলা প্রশাসক মো. মঈন উল ইসলাম বলেন, শিগগিরই হাওরের পানি প্রবেশ বন্ধ করা সম্ভব হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads