• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পলাশে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য: ফলাফল শুনে পরীক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

পলাশে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য: ফলাফল শুনে পরীক্ষার্থীর মৃত্যু

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ মে ২০১৯

নরসিংদীর পলাশে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খবর পেয়ে রাত্রি দত্ত (১৬) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতক‍াল সোমবার দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের নিজ ঘরে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। নিহত রাত্রি দত্ত উপজেলার পূবালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহত রাত্রি দত্ত উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের পংকজ দত্তের মেয়ে।

পুলিশ ও তার পরিবার সূত্রে জানা যায়, নিহত রাত্রি দত্ত পূবালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার ছাত্রী ছিলো। সে খুব মেধাবী ছিলো। স্কুলে তার ক্লাস রোল ছিলো পাঁচ। সে এবারের এসএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে অংশগ্রহণ করে। কিন্তু সোমবার প্রকাশিত ফলাফলে সে গণিত বিষয়ে অকৃতকার্য হয়। দুপুরে নিজ ঘরের ভিতর পরীক্ষার অকৃতকার্যের সংবাদ শুনার সাথে সাথে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

নিহত পরীক্ষার্থীর বাবা পংকজ দত্ত জানায়, সে অনেক ভাল ছাত্রী ছিল। কিন্তু কি কারণে সে পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হলো তা আমাদের জানা নেই। এই ফলাফল শুনেই সে বাকরুদ্ধ হয়ে মারা যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খবর সইতে না পারায় সে মারা যায়। তবে বিষয়টি আরো নিশ্চিত হতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads