• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ভোলায় মাংসের দাম বেশি রাখায় ৭ বিক্রেতার অর্থদন্ড

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ভোলায় মাংসের দাম বেশি রাখায় ৭ বিক্রেতার অর্থদন্ড

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ মে ২০১৯

ভোলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করার দায়ে ৭ মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (৭ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলে‍া, মাংস বিক্রেতা মোঃ জাফর (৫০), মোঃ জাহিদ (২৮), আব্দুল রাজ্জাক (৫৫), মোঃ কামাল (২৪), মোঃ হাসান (২৫), মাসুদ (২৮) এবং আবু তাহের (৩২)।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হোসেন জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরু ও মুরগীর মাংস বিক্রি করার সময় তাদেরকে ভোলা পৌরসভার মাংস বাজার থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনজন গরুর মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা ও চার মুরগীর মাংস বিক্রেতার কাছ থেকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

তিনি আরো জানান, রমজানে বাজারের নিত্য প্রয়োজনী দ্রব্যে মূল্য নিয়ন্ত্রনে রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads