• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বাগেরহাটে গৃহবধূ খুন,  দুই সন্তান নিয়ে স্বামী পলাতক

নুরুল আমিন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাগেরহাটে গৃহবধূ খুন, দুই সন্তান নিয়ে স্বামী পলাতক

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ মে ২০১৯

বাগেরহাটের শরণখোলায় লাকি আক্তার (২৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।  হত্যাকাণ্ডের পর থেকে স্বামী নুরুল আমিন দুই সন্তানকে নিয়ে পলাতক রয়েছেন। বুধবার দিবাগত রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

আজ বৃহস্পতিবার সকালে নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। নিহত লাকি শরণখোলার কালিবাড়ি এলাকার খলিল হাওলাদারের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গভির রাতে শরণখোলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের আব্দুল হক চৌকিদারের ছেলে নূরুল আমিন তার শ্যালক নুরুল ইসলামকে মুঠোফোনে জানায় লাকি গুরুতর অসুস্থ। এ সময় নুরুল ইসলাম প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে ঘরের মধ্যে লাকির নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নুরুল আমিন তার দুই সন্তানকে নিয়ে কোথায় গেছে-তা কেউ বলতে পারে না। নিহতের লাশের ময়না তদন্ত বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

পরিবারের বরাত দিয়ে শরণখোলা থানার ওসি (তদন্ত) শেখ মফিজুর রহমান জানান, ওই পরিবারে আগে থেকেই দাম্পত্য কলহ ছিল। খুনের ঘটনায় লাকির স্বামী নুরুল আমিনকে আসামী করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের ভাই। আসামীকে আটকের জন্য পুলিশের একটি টিম মাঠে রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads