• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বামনায় ইউপি সদস্যর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বামনায় ইউপি সদস্যর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • বামনা (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মে ২০১৯

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন সেন্টুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে । আজ শুক্রবার সকাল ১১টায় বামনা প্রেসক্লাব সম্মুখ সড়কে এ মানববন্ধন করা হয়। এতে উপজেলার জন প্রতিনিধিগন ও এলাকাবাসী অংশ গ্রহন করে।

মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য রাখেন, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সাইতুল ইসলাম লিটু মৃধা, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.জয়নাল আবেদীন খান প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে সন্ত্রীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ই মে) দুপুরে বামনা উপজেলা খাদ্য গুদামের পূর্ব পাশের বেড়ী বাধে ইউপি সদস্য আলমগীর হোসেন সেন্টুর উপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় আলমগীর হোসেন সেন্টু বাদী হয়ে বামনা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হল, বুকাবুনিয়া ইউনিয়নের ছোট যাদবপুরা গ্রামের মো. মোজাম্মেল জমাদ্দারের ছেলে মো.তরিকূল ইসলাম তারেক(৩৬), একই গ্রামের মো.হামেজ জমাদ্দারের ছেলে মো.বেল্লাল হোসেন(৩৫) এবং লক্ষ্মীপুরা গ্রামের মো.নজরুল ইসলামের ছেলে মো.নাসির(৩২)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads