• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
দিনাজপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

প্রতীকী ছবি

সারা দেশ

দিনাজপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মে ২০১৯

দিনাজপুরে চাঞ্চল্যকর ৯ বছরের শিশু ধর্ষণ মামলার অন্যতম আসামি আরিফুল ইসলামকে (১৬) আটক করেছে র‍্যাব।

দিনাজপুর র‌্যাব ১৩ ক্যাম্প কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স জানান, সোমবার ভোরে বিরল উপজেলায় অভিযান চালিয়ে ধর্ষক আরিফুলকে আটক করা হয়।

আটক আরিফুল (১৬) বিরল উপজেলার কাজীপাড়া বিলাইমারী গ্রামের মো. নওশেদ আলীর পুত্র।

আজ সোমবার দুপুর ২টায় দিনাজপুর র‌্যাব ১৩ কার্যালয়ে এএসপি সিদ্দিক আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

তিনি জানান, গত ৮ মে বিরল উপজেলার কাজিপাড়া বিলাইমারী গ্রামের দরিদ্র ভ্যান চালকের ৯ বছর বয়সের শিশুকন্যাকে প্রতিবেশী মো. নওশেদ আলীর বখাটে পূত্র মোঃ আরিফুল ইসলাম (১৬) শিশুটিকে প্রলোভন দেখিয়ে পার্শ্বের ভূট্টাক্ষেতে নিয়ে যায়। ওই ভুট্টা ক্ষেতে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। ৯ বছরের শিশু ব্যাথায় কান্নাকাটি করলে ধর্ষক আরিফুল তাকে ভয়ভীতি দেখায় এবং পার্শ্বেই থাকা নদীর পানিতে চুবায়। ঘটনার পর একজন প্রতিবেশী ঘটনাটি দেখে ভিকটিমকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে চিকিৎসার জন্য প্রথমে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এই ঘটনায় ৮ মে সন্ধ্যায় ভিকটিমের মা বাদী হয়ে বিরল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। গ্রেফতার এড়াতে আসামী আত্মগোপনে থাকে এবং ঘন ঘন অবস্থান পরিবর্তন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

সূত্রটি জানায়, সোমবার বিকেল ৪টায় আটক আরিফুলকে বিরল থানায় সোপর্দ করা হয়। বিরল থানা পুলিশ তাকে গ্রেফতার করে সোমবার সন্ধ্যায় দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads