• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

সারা দেশ

গোয়াল ঘরের ড্রেন নিয়ে সংঘর্ষ : নিহত ১

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মে ২০১৯

কুমিল্লার লাকসামে গোয়াল ঘরের পানির ড্রেন নিয়ে দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে।

গতাকাল সোমবার উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাগী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে উপজেলার পৈশাগী গ্রামের পশ্চিমপাড়ার মাহবুবুল হক (৫০) এবং ইয়াকুব মিয়ার (৭০) পরিবারের মাঝে দ্বন্দ্ব চলে আসছিলো। সোমবার বিকেলে মাহবুবুল হকের ঘরের পাশ দিয়ে ইয়াকুব মিয়ার ছেলে শহিদ মিয়ার গোয়াল ঘরের পানি প্রবাহিত হওয়া নিয়ে উভয় পরিবারের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় মাহববুল হক (৫০), তার চাচা সিরাজুল ইসলাম (৫৫), ভাই শেখ ফরিদ (৪০), বিল্লাল হোসেন (৪৫) ও তার স্ত্রী সুমি বেগম(৩৫) আহত হন। আহতদের মধ্যে চারজনকে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক দেখে মাহবুবুল হককে ঢাকা নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads