• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নৃগোষ্ঠী শিক্ষার্থীদের নগদ অর্থ, সেলাইমেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে অর্থ ও শিক্ষাউপকরণ এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নৃগোষ্ঠী শিক্ষার্থীদের নগদ অর্থ, সেলাইমেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ

  • ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মে ২০১৯

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর বিশেষ হতবিল থেকে নৃগোষ্ঠীর ৮৬৪জন শিক্ষার্থীর মাঝে আজ বুধবার বেলা ১১টায় নগদ অর্থ, সেলাইমেশিনসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে আয়োজিত নৃগোষ্ঠীর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৮৬৪জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থসহ শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান।

ভাশেষে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ২৪৫জন শিক্ষার্থীকে ২০০টাকা করে, মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ৩৬৬জন শিক্ষার্থীকে ৫০০টাকা করে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৫জন শিক্ষার্থীকে ৮০০টাকা করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৮৮জন শিক্ষার্থীকে ১ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়। একই সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নরত ১০০জন শিক্ষার্থীকে শিক্ষাউপকরণ এবং ২০জন প্রশিক্ষণপ্রাপ্ত নৃগোষ্ঠীর নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়।

পজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি নাগরিককে একই কাতারে আনার জন্য শিক্ষাদীক্ষায় অগ্রসর করতে শিক্ষা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করার মাধ্যমে নারীদের অধিকার ও মর্যাদা বাড়ানোর চেষ্টা ও কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের অর্থ নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে অর্থ, শিক্ষা উপকরণসহ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads