• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
গোয়ালন্দে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

গোয়ালন্দে মঙ্গলবার রাতে অস্ত্র গুলি ও ইয়াবাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গোয়ালন্দে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মে ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দে একটি ওয়ান সুটার গান, গুলি ও ইয়াবার ট্যাবলেটসহ ৩ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আজ মঙ্গলবার রাত পৌণে ১১টার দিকে দৌলতদিয়া ট্রাক টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ছোট ট্রাক টার্মিনাল হতে একটি ওয়ান সুটার গান ও একটি কার্তুজসহ ফরহাদ শেখ (২২) নামের এক যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ। সে দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার মৃত মো. হাবিবুর রহমানের ছেলে। অভিযানকালে ওই এলাকা অপর ২ যুবককে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এরা হলো ফরিদপুর কতোয়ালী থানার কবিরপুর পশ্চিম পাড়ার মৃত সাত্তার শেখে ছেলে রাজু শেখ (২৯) ও গোয়ালন্দের দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মুন্নাফ প্রামানিকের ছেলে বাশার প্রামানিক (২২)। তাদের বিরুদ্ধে ফরিদপুর, রাজবাড়ী ও গোয়ালন্দ ঘাট থানায় ছিনতাই ও মাদকসহ অন্তত ৮/১০টি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের হয়েছে।

এ ব্যাপারে রাজবাড়ীর ডিবি’র ওসি কামাল হোসেন জানান, অস্ত্রসহ গ্রেফতার হওয়া ফরহাদ শেখ মহাসড়কে ছিনতাই ও চাঁদাবাজীর সাথে জড়িত। অপর দু’জন রাজু ও বাশার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় পৃথক ৩টি মামলা দায়েরের পর আজ আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads