• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
একই ব্যক্তির পাঁচটি জন্ম তারিখ!

প্রতীকী ছবি

সারা দেশ

একই ব্যক্তির পাঁচটি জন্ম তারিখ!

বয়স জালিয়াতি করে চাকরির মেয়াদ বৃদ্ধির অভিযোগ

  • সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মে ২০১৯

দেশের বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার (জেএফসিএল) এক গাড়িচালকের বয়স জালিয়াতি করে চাকরির মেয়াদ বৃদ্ধির অভিযোগ উঠেছে। শাহাদৎ হোসেন নামে ওই গাড়িচালক সাবেক শিল্পমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে দন্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর গাড়ি চালাতেন। এ ব্যাপারে ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগ দায়ের করা হলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা না নিয়ে তাকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) পাঠানো হয়েছে।

অভিযোগ সুত্রে প্রকাশ, বিসিআইসি অধীন যমুনা সার কারখানার গাড়িচালক শাহাদৎ হোসেনের বাৎসরিক প্রতিবেদনে জন্ম তারিখ ১৬-০৭-১৯৫৭ইং অনুযায়ী চাকরির মেয়াদ ১৩-০৭-২০১৬ইং। কিন্তু ০৭-০৭-২০১৮ইং তারিখে কারখানার প্রশাসন শাখার ব্যবস্থাপক (তৎকালীন উপ-ব্যবস্থাপক) গোলাম রব্বানী মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তার চাকরি দুই বছর বাড়িয়ে ১৪-০৭-২০১৮ইং তারিখ থেকে পিআরএল-এর দপ্তরাদেশ দেন।

কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, শাহাদৎ হোসেন নিজের সুবিধার জন্য একসাথে তিনটি জন্ম তারিখ ব্যবহার করেছেন। বাৎসরিক প্রতিবেদনে জন্ম তারিখ ১৬-০৭-১৯৫৭ইং, ড্রাইভিং লাইসেন্সে ১৫-০১-১৯৫৪ইং, জাতীয় পরিচয়পত্রে ০৭-১০-১৯৬২ইং, ৮ম শ্রেণি পাসের সনদে ১৭-০৭-১৯৫৯ইং ও চাকরির মেয়াদ বৃদ্ধির জন্য দেখানো হয় ১৪-০৭-১৯৫৯ইং। বিসিআইসি ০৫-০৩-২০১৭ইং তারিখে তার বিরুদ্ধে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করলেও সিবিএ’র হস্তক্ষেপ ও অর্থের বিনিময়ে তদন্ত প্রতিবেদন ধামাচাপা দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর নিকটাত্মীয় কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) গোলাম রব্বানী তারই বিশেষ সুপারিশে বিসিআইসিতে নিয়োগপ্রাপ্ত হন। টানা ১৭ বছর একই কর্মস্থলে অবস্থান করে তিনি তিনটি পদোন্নতি লাভ করেন এবং বিভিন্ন সময় নগদ অর্থের বিনিময়ে বিএনপি-জামায়াতপন্থীদের নানা সুবিধা পাইয়ে দেন। একই কায়দায় গাড়িচালক শাহাদৎ হোসেনের বয়স জালিয়াতি করে চাকরির মেয়াদ বৃদ্ধি করায় সরকারের প্রায় ২৪ লাখ টাকা গচ্চা যায় বলে জানা গেছে।

এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) গোলাম রব্বানী গাড়িচালক শাহাদৎ হোসেনের জন্ম তারিখের গড়মিল স্বীকার করে বলেন, ‘সেনাবাহিনীর খালাসী বহিতে তার জন্ম তারিখ ১৪-০৭-১৯৫৯ইং, সে অনুযায়ী পিআরএল মঞ্জুর হয়েছে। আগামী ১৪-০৭-২০১৯ইং তারিখে তিনি পুরোপুরি অবসরপ্রাপ্ত হবেন।’ তবে বিএনপি-জামায়াতের সাথে সখ্যতা ও অর্থ গ্রহণের বিষয়টি এই কর্মকর্তা সাংবাদিকদের কাছে অস্বীকার করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads