• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
ধানের ন্যায্য মূল্যের দাবিতে রাবিতে মানববন্ধন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ধানের ন্যায্য মূল্যের দাবিতে রাবিতে মানববন্ধন

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মে ২০১৯

কৃষকের ধানের ন্যায্য মূল্য নির্ধারনের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশন। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, কৃষকরা হচ্ছে দেশের সকল খাদ্যের যোগানদাতা। তাদের শ্রম এবং ঘামের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা ঘুরছে। অথচ দেশে কৃষকরা তাদের উৎপাদিত ধানের নায্য মূল্য পাচ্ছে না। যার ফলে তাদের জীবন জীবিকা হয়ে পড়েছে দুর্বিষহ। এমন পরিস্থিতির জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাই দায়ী। তাই কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য রাষ্ট্রকেই পদক্ষেপ নিতে হবে।

এ সময় অতি দ্রুত ধানের নায্যমূল্য নির্ধারণ করার দাবি জানান তিনি।

ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ইসরাফিল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দফতর সম্পাদক অন্তু বিশ্বাস, মহানগর শাখার আহ্বায়ক ইয়াছিন আরাফাত অন্তর, বেড়া উপজেলার সদস্য সচিব লিমন সরকার, রাবির সাবেক শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর প্রমুখ।

পাটকল শ্রমিকদের নায্য আন্দোলনে সংহতিও জানান তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads