• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মে ২০১৯

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও কলায় বিষাক্ত ক্যামিকেল মেশানোয় চাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাণ বাজার ও চৌধুরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ও মোরশেদুল ইসলাম।

তারা জানান, শহরের পুরাণ বাজার লোহারপুল এলাকার মো. ফারুক হোসেনের বরকত ভান্ডার নামক মুড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানে নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ার কারণে ১০ হাজার টাকা ও চৌধুরীঘাট সুরুজ খানের মালিকানাধীন মের্সাস আলম ট্রেডার্সে কলার সঙ্গে ৩ প্রকার বিষাক্ত ক্যামিকেল মেশানোর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম জানান, একটি কলার দোকানে জরিমানা করা হলেও বাকী কলার আড়ৎগুলোর মালিকদেরকে ভেজাল থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়। এরপরও কেউ আইন অমান্য করে অপরাধে জড়ালে তাদেরকে কারাদণ্ড দেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার এন.এম. রেজাউল ইসলাম ও মডেল থানার পুলিশ সদস্য।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads