• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
নরসিংদীতে পুলিশ কনস্টেবলের স্ত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি

সারা দেশ

নরসিংদীতে পুলিশ কনস্টেবলের স্ত্রীর আত্মহত্যা

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মে ২০১৯

নরসিংদীতে হোসনে আরা বেগম (২৪) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। আজ শনিবার ভোরে পৌর শহরের নবাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হোসনে আরা নরসিংদী সদর মডেল থানা পুলিশের কনস্টেবল মুক্তার হোসেনের স্ত্রী ও সিরাজগঞ্জের মহারাজপুর গ্রামের জমসের প্রামানিকের মেয়ে।

নরসিংদী মডেল থানা পুলিশ জানায়, প্রায় ২ বছর যাবত কনস্টেবল মুক্তার ও তার স্ত্রী নবাববাড়ি এলাকার সাঈদ সরকারের বাড়ির ভাড়াটিয়া ছিলো। তারা বাড়ির দোতলার ফ্লাটে বসবাস করতেন। এ দুই বছরের মধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। তাদের ঘরে লামিয়া নামে ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির মালিক সাঈদ সরকারের নিকট বাচ্চু নামে এক প্রতিবেশী ফোন করে বিষয়টি জানায়। পরে তিনি বাড়ির ৩ তলা থেকে নিচে আসলে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেখতে পান। সাঈদ সরকার নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি বিষয়টি নিশ্চিত হন।

বাড়ির মালিক সাঈদ সরকার জানান, আমি সকালে বিষয়টি জানতে পারি। তবে আমি এটাও জানতে পারি কনস্টেবল মুক্তার হোসেনের স্ত্রী আত্মহত্যা করলেও মুক্তার হোসেন ঘরেই ছিলো। তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা সেটা পুলিশ বলতে পারবে।

এ ব্যাপারে ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বামী পুলিশের কনস্টেবল মুক্তার হোসেনকে পাওয়া যায়নি। তার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের লোকজন আসলে লাশ মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads