• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সোনারগাঁয়ে যুবলীগ নেতাকে হাতুরি পেটা

প্রতীকী ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে যুবলীগ নেতাকে হাতুরি পেটা

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মে ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর গ্রামে শনিবার সকালে এক যুবলীগ নেতাকে হাতুরি পেটা করে হাত পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত যুবলীগ নেতাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের মোফাজ্জাল হোসেনের সঙ্গে একই গ্রামের মো. খিজির হোসেনের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে শনিবার সকালে খিজির হোসেন মোটরসাইকেলে করে ব্যবসার কাজে ঢাকা যাওয়ার পথে আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের প্রতিপক্ষ মোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন আনু, মোস্তফা, মাহাবুব সহ ৫/৭ জনের একটি দল তার গতিরোধ করে হাতুরি দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়। আহত যুবলীগ নেতার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত খিজির হোসেনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলার বিষয়ে অভিযুক্ত মোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। খিজির হোসেন আমাদের পাওনা জমি বুঝিয়ে দিচ্ছে না। সামান্য হাতাহাতি হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, যুবলীগ নেতার উপর হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads