• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
রাণীনগরে কালভার্ট নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহা সড়কের রাণীনগরের অংশের সদ্য নির্মিত কালভার্টের ফাটলের দৃশ্য

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহা সড়ক

রাণীনগরে কালভার্ট নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

  • রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ মে ২০১৯

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহা সড়কের নওগাঁর রাণীনগরের অংশের সদ্য নির্মিত কালভার্ট নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কালভার্টটি ছেড়ে দেবার আগেই কালভার্টের সড়কের সংযোগ মাটি দিয়ে ভরাট করার সময় দুই পার্শ্বের উইং ওয়াল হেলে পড়াসহ ফাঁকা ও ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এই কালভার্টের নির্মাণ কাজ করা হয়েছে।

সূত্রে জানা গেছে, রেললাইনের পাশ দিয়ে বয়ে চলা নওগাঁ-নাটোর আঞ্চলিক মহা সড়কে নওগাঁর সড়ক ও জনপদ বিভাগের আওতায় বেশ কিছুৃ সেতু ও কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে রাণীনগরের অংশের মধ্যে রাণীনগর রেল গেইটের দক্ষিনে কালভার্ট নির্মাণ কাজ করা হচ্ছে। কালভার্টের কাজ গত প্রায় ১০/১৫ দিন আগে সম্পূর্ণ হয়েছে। সদ্য নির্মিত এই কালভার্টের দুই দিকের সংযোগ সড়কের মাটি ভরাটের কাজ চলছে। পুরো মাটি দেবার আগেই সামান্য চাপে দুই ধারের উইং ওয়ালের গোড়ার দিকে ফাটল ধরেছে। এছাড়া উইং ওয়াল কিছুটা হেলে পরেছে ও এক সাইটে ফাঁকা হয়ে গেছে।

ফাটল দেখে স্থানীয়রা বলছেন, কালভার্টের উপর যান চলাচল শুরুই হলো না অথচ ইউং ওয়ালে ফাটল দেখা দিয়েছে। এতে করে ওয়ালের ঢালাই আর কালভার্টের ঢালাই নিয়ে নানা রকম অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় তাইজুল ইসলাম জানান, কালভাটন নির্মাণে মানসম্মত কাজ হলে উইং ওয়ালে শুরুতেই ফাটল ধরেছে। সেটা আবার কোন এক সময় তারা সিমেন্ট দিয়ে লেপে দিয়েছে। উইং ওয়াল হেলে পরাসহ এক সাইটে ফাঁকা হয়ে গেছে। শুরুতেই উইং ওয়াল সামান্য মাটির ভারই সহ্য করতে পারছেনা মহা সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল শুরু হলে কালভার্ট ভেঙ্গে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসি।

নওগাঁর সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল মুনছুর আহমেদ বলেন, কালভার্টের কাজগুলো নিয়ম মেনেই করা হয়েছে। কোন রুপ অনিয়ম হয়নি। উইং ওয়ালের যেখানে জয়েন্ট রয়েছে অনেক সময় সেখানে ফাটলের মতো দেখা দিতে পারে তবে এটা কোন সমস্যা নয়। তার পরেও বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে বলে জানান তিনি। কালভার্ট নির্মাণ বরাদ্দ, এবং ঠিকাদার কে? এ বিষয়ে জানতে চাইলে এর সুষ্ঠু কোন উত্তর মেলেনি এই কর্মকর্তার কাছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads