• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কালিয়াকৈরে ফেন্সিডিল-ইয়াবাসহ আটক ৪

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে ফেন্সিডিল-ইয়াবাসহ আটক ৪

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ মে ২০১৯

গাজীপুরের কালিয়াকৈরে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতী ফেন্সিডিল,ইনজেকশন এবং ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব এবং কালিয়াকৈর থানা পুলিশ।

উপজেলার ঢাকা-টাংগাইল মহাসড়কের শিলা বৃষ্টি সিএনজি পাম্ম এলাকা থেকে র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে রোববার ভোর রাতে ৩ জনকে আটক করে। তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল এবং আমদানি নিষিদ্ধ ইঞ্জেকশন ও একটি ট্রাক জব্দ করা হয়।  

আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর  উপজেলার দাউতপুর গ্রামের ছাবেদ আলীর ছেলে ইউনুস আলী(৩৫),ঠাকুরগাঁও সদর থানার চিচ্ছিলা এলাকার মৃত হবিবর রহমানের ছেলে মনিরুজ্জামান মনিরুল(২৬),ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে সাইদুর রহমান(২৭)।

অপরদিকে ওই দিন রাতে কালিয়াকৈর থানার এ এস আই ইমরানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে উত্তর হিজলতলী এলাকা থেকে ১০০পিস ইয়াবাসহ উপজেলার  ভৃঙ্গরাজ মীরপাড়া এলাকার মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে সাইফুল ইসলামকে(৩৮)গ্রেফতার করে।

স্থানীয় ও র‌্যাব এবং পুলিশ সূত্রে জানা যায় ,র‌্যাব ৪ সিপিসি১,মিরপুর ১ পাইকপাড়া, ঢাকা আশুলিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দিনাজপুর জেলা হতে একটি ট্রাকে বিপুল পরিমাণ  আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল এবং ইনজেকশন নিয়ে চন্দ্রা হয়ে ঢাকা আশুলিয়া থানা এলাকায় প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাংগাইল মহাসড়কের শিলা,বৃষ্টি সিএনজি পাম্প এলাকায় অবস্থান নিয়ে রোববার ভোর রাতে একটি ট্রাক ও ৩ জনকে আটক করা হয়।

এঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলমগীর হোসেন মজুমদার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে গাজীপুর জেলা কারাগরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads