• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
স্বপ্ন সুপার শপসহ দুইটি দেকানে জরিমানা

কুমিল্লায় ভ্রম্যমাণ আদালত মেয়াদ উত্তীর্ণ আটা ও নুডুলস পাওয়ায় দুইটি সুপার শপকে জরিমানা করা হয়

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ভ্রাম্যমান আদালতের অভিযান

স্বপ্ন সুপার শপসহ দুইটি দেকানে জরিমানা

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ২০ মে ২০১৯

কুমিল্লায় দুইটি সুপার শপে মেয়াদ উত্তীর্ণ আটা ও নুডুলস পাওয়া গেছে। এতে তাদের জরিমানা করা হয়।

আজ সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আছাদুল ইসলাম এই জরিমানা করেন।

সূত্র জানায়, স্বপ্ন সুপার শপে মেয়াদ উত্তীর্ণ পিওর তীর আটা বিক্রয় করায় ১০হাজার টাকা ও আমানা বিগ বাজারে মেয়াদ উত্তীর্ণ নুডুলস বিক্রয় করায় ৩০হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে কুমিল্লার নিউমার্কেটের খোকন স্টোর ও যদু লাল সাহার দোকানে বাঘা বাড়ির স্পেশাল ঘি পাওয়া যাওয়ায় তা ধ্বংস করা হয় এবং দুই দোকানীকে পাঁচ হাজার টাকা করে ১০হাজার টাকা জরিমানা করা হয়। রাজগঞ্জ বাজারে মেসার্স হক এন্ড সন্সে প্রাণের কারী পাউডার পাওয়া যাওয়ায় তা জব্দ করে ধ্বংস পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের হোসেন মোল্লা হোটেলে ফ্রিজে একই সাথে রান্না ও কাঁচা মাছ মাংস রাখায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads