• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
হবিগঞ্জে ২০০ বস্তা নিম্নমানের সার জব্দ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হবিগঞ্জে ২০০ বস্তা নিম্নমানের সার জব্দ

  • হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মে ২০১৯

হবিগঞ্জে ২০০ বস্তা নিম্নমানের সার জব্দ করেছে পুলিশ। সোমবার রাত ১১ টার দিকে শহরের গরুর বাজার এলাকার ‘খালেক ট্রেডার্স’ নামে একটি সারের দোকান থেকে এগুলো জব্দ করা হয়। এসময় দোকানের ম্যানেজার আব্দুল কাইয়ুমকে আটক করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, গরুর বাজার এলাকায় একটি দোকানে নিম্নমানের সার মজুদ করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ ‘খালেক ট্রেডার্সে থাকা ২০০ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে আসে।  এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোকানের ম্যানেজার আব্দুল কাইয়ুমকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ঘটনাস্থলে গিয়ে ওই দোকানটি সিলগালা করেন।

তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপাওে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads